যদি বুঝতো ওরা তবে কিযে ভালো হতো / Would That They Could Realize Poem by Rhymer Rhymer

যদি বুঝতো ওরা তবে কিযে ভালো হতো / Would That They Could Realize

কিছু নিশাচর পাখি আছে
কিছু নিশাচর মানুশ আছে
যার প্রয়োজন সে কথা ভিন্ন
সারারাত তাস খেলা
সারারাত গল্প করা
আর মদের নেশায় বুদ
প্রকৃতির রাজ্যে অনিয়ম অচল
নিয়ম সুন্দর
অনিয়ম অসুন্দর
তাই কবি বলেছেনঃ
বন্নেরা বনে সুন্দর
আর শিশুরা মায়ের কোলে
বিড়ি খোর যেখানে সেখানে টানে
বিবেক বোধ কম বলে
অনিয়ম একেবারে অসুন্দর
কত কষ্ট দেই কিছু লোক
ভাল বলে ক্ষমা
যদি বুঝতও
কে বুঝাবে

যদি বুঝতো ওরা তবে কিযে ভালো হতো / Would That They Could Realize
Sunday, May 13, 2018
Topic(s) of this poem: thinking
POET'S NOTES ABOUT THE POEM
pic of
WWW-India
Hooted Out: Birds of the night
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success