Samuel Mallik

Samuel Mallik Poems

আমি গ্রামটিতে প্রবেশ করলাম
মলিন চেহারার মানুষগুলো ভাঙা হৃদয় হাতে নিয়ে
বসে আছে ধূসর মাটিতে
হৃদয়ের পিঠে অগণিত কাটা দাগ
...

নদী এক শিল্পীর নাম
তুলির আঁচড়ে মানচিত্রে নিজেই এঁকে নেয় যে
নিজের দেহাবয়ব
...

The Best Poem Of Samuel Mallik

হৃদয়

আমি গ্রামটিতে প্রবেশ করলাম
মলিন চেহারার মানুষগুলো ভাঙা হৃদয় হাতে নিয়ে
বসে আছে ধূসর মাটিতে
হৃদয়ের পিঠে অগণিত কাটা দাগ
আমি শীতলক্ষ্যার ইতিহাসের মতো দাগগুলো
দ্রুত মুছে ফেলতে চেষ্টা করলাম

প্রতিবারই ব্যর্থ হলাম
অবশেষে উপলব্ধি করলাম
নদীর ইতিহাসের মতো হৃদয়ের কাটা দাগও
মুছে ফেলা যায় না
ভাঙা হৃদয় জোড়া লাগাতে প্রয়োজন
আরেকটি অকৃত্রিম হৃদয়।

Samuel Mallik Comments

Samuel Mallik Popularity

Samuel Mallik Popularity

Close
Error Success