Niaz Uddin Sumon

Niaz Uddin Sumon Poems

দেখতে দেখতে বেলা যেফুরালো
চোখের পলকে গত ছয়টি বছর
মন করে জীবন থেকে হারালো ।
...

মা,
আমি এখন বেশ বড় হয়েছি
ব্যস্তময় শহরে চাকরি পেয়েছি
তোমাকে ছাড়া একা একা থাকতে শিখেছি।
...

রঙিন এই যান্ত্রিক শহর
কে আপন কে পর
বুঝা বড় দুষ্কর!
...

বন্ধু তুমি কেমন আছো
নতুনের আহবানে অচিন শহরে
অচেনা পরিবেশে নতুন মোড়কে।
...

মায়ের ভাষার মধুর বুলি
বাবার মুখেই প্রথম শিখি।

বাবার চোখে রেখে চোখ
...

বন্ধু মানেে
এক ঝলক পূবাল হাওয়া
এক পশলা অনন্ত সুখ
এক চিমটি অসীম আনন্দ।
...

হায়েনার ছোবলে বিবেক কাঁদে
আজ নিশ্চুপ নিরালায়,
পাশবিক নির্যাতনে উল্লাসিত হয়
মানুষরূপী কিছু অমানুষের দল।
...

মায়াবী চোখের মনোহর চাহনিতে
গোলাপী ঠোঁটের মুক্তাময় হাসিতে
মন থাকে না হৃদয় কুঠিরে।
...

প্রেম ফাগুনের হিমেল হাওয়ায়
অজস্র ফুলের রক্তিম আভায়
হৃদয়ে ভালোবাসার অনুভুতি জাগায়।
...

সকল আরাম আয়েশ ত্যাগ করে
সব বিরক্তিকে পাশ কাটিয়ে
দিবা-নিশি জেগে থাক হাসপাতালে
রোগীর সুস্থতাকে প্রধান্য দিয়ে
...

সুখ-দু: খ, হাসি-কান্না পরিবারের সাথে
নির্ধিদ্বায় করা যায় সবসময় লেনাদেনা।

সুসময়ে যেমন থাকে মমতার বন্ধন
...

The Best Poem Of Niaz Uddin Sumon

Get Together (গেট টুগেদার)

দেখতে দেখতে বেলা যেফুরালো
চোখের পলকে গত ছয়টি বছর
মন করে জীবন থেকে হারালো ।

মনে হয় এই তো সেই দিন -
ক্যাম্পাসের আঙিনায় সন্ধ্যার তারার ছায়ায়
মুখরিত হতাম আমরা সবাই ।

দিনের সকল ব্যস্ততাকে দিয়ে ছুটি
যানজট মাড়িয়ে দুরত্বকে হারিয়ে
হতাম আমরা সবাই একত্রে জুটি ।

ক্যন্টিনের গরম সিংগারা ও সাথে চা পুরি
আড্ডা হতো জমজমাট
কখনো ব্যক্তিগত কিংবা রাজনীতি ।

পরীক্ষার চাপে ফলাফলের মাপে
সবাই হতো দুঃশ্চিন্তায় মগ্ন
কখনো হতো সবাই খুব সিরিয়াস
কখনো বা খুব অসংলগ্ন…

উদ্বেগ- উচ্ছ্বাসে ভরা সেই সুখ সুখ
দিনগুলি হারিয়ে গিয়েছে সেই কবেই
সময়ের বেড়াজালে-
ধরাবাঁধা নিয়মের যাঁতাকলে -
বিলীন হয়েছে আজ সবই ।

প্রিয় মুখগুলি একত্র করার প্রয়াসে
হারানো মূর্হুতগুলি ফিরে পাওয়ার মানসে
গেট টুগেদার ছিলো বড় প্রয়োজন
আজ তাই ক্ষনিকের আয়োজন ।

চট্টগ্রাম
২৩ নভেম্বর ২০২০ ইং

Niaz Uddin Sumon Comments

Close
Error Success