মেয়েলি কাজ Poem by Madhabi Banerjee

মেয়েলি কাজ

আমি সন্তান পেয়ছি লালন পালনের জন্য
কাপড় পেয়েছি সেলাই করার জন্য
ঘরে মেঝে ন্যাতা দিয়ে মোছার জন্য
খাদ্য পেয়েছি কেনাকাটার জন্য
তারপর মুরগী রান্না করার জন্য
শিশু পেয়েছি যত্নের জন্য
সাথী পেয়েছি খাওয়ানোর জন্য
বাগান আগাছার জন্য,
জামা ইস্ত্রি করার জন্য
পুতুল সাজানোর জন্য
কলসি বন্টনের জন্য
এই ঘরটি পরিস্কার করলাম
তারপর একজন অসুস্থকে দেখবো বলে
এক টুকরো তুলো নিলাম
আমার মুখে আলো পড়ছে
বৃষ্টিতে ভিজিয়ে দিল
শিশিরকণা ঝিরঝির বৃষ্টিপড়ে
আমার কপাল শীতল করে দিল
তোমার বেগবান ঝড় আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে
যতক্ষন বিশ্রাম নিতে পারি ততক্ষন আকাশে ভাসতে দাও।
ধীরে ধীরে তুষারকণা আমকে ঢেকে ফেলেছে সাদা চুম্বনে
আজ আমাকে বিশ্রাম নিতে দাও
সূর্য, বৃষ্টি, ধনুকের মতো বাঁকানো আকাশ, সাগর, পাহাড়,
পল্লব, পাথর, রশ্মি, উজ্জ্বল চাঁদ...তোমরা সবাই
যাদের আমি বলতে পারি আমার আপনজন।।

This is a translation of the poem Woman Work by Maya Angelou
Monday, September 7, 2015
Topic(s) of this poem: descriptive
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success