অনুরণন Poem by Piew Dutta

অনুরণন

Rating: 5.0

যেমন তোমার একলা ঘরের আকাশ
মেঘলা দিনে অন্য মনের খোঁজে,
দমকা হাওয়া, ঝরা ফুলের রেণু,
খসা পাতায় সৃষ্টি রাখে পুষে৷

যেমন তোমার মনের চিলেকোঠায়
অন্য মনের আগল থাকে পড়ে,
হঠাৎ কখন বৃষ্টি ভেজা রোদ
লুটিয়ে পড়ে স্বপ্ন স্রোতের বাঁকে৷

যেমন তুমি ঘুমিয়ে পড়ো মন
শিশির মাখা সবুজ বিছানায়,
শালের বনে হলুদ আলোর নীচে-
পাতালপুরীর গন্ধ চেতনায়৷

তেমন করে জীবন জাগে আর
তেমন করেই জীবন বয়ে যায়,
শুধু তোমার আমার স্মৃতি-বিস্মৃতিতে
অনুরণন টুকুই রয়ে যায়৷

Friday, October 2, 2015
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Siddartha Montik 17 December 2016

No matter I can not understand the lines and thought of the Poet.. LOVED the Script so much! ! Thanks! !

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Piew Dutta

Piew Dutta

kolkata
Close
Error Success