বছর ।। এলা হুইলার উইলকক্স Poem by Rahman Henry

বছর ।। এলা হুইলার উইলকক্স

Rating: 5.0

বছর ।। এলা হুইলার উইলকক্স

.
নববর্ষের পদ্যে কী আর বলা যেতে পারে,
যে কথা বলেনি লোকে লক্ষ-হাজারে?

নতুন বছর আসে, ফিরে যায় পুরাতন খানি,
আমরা জানি স্বপ্ন, স্বপ্ন দেখছি আমরা জানি।

হাসিমুখেই জেগে উঠি আলোক ফোটার সাথে,
কান্নাসহ শুয়ে পড়ি রাতে।

যতক্ষণ না হুল ফোটাচ্ছে, জগতটাকে আলিঙ্গনে বাঁধি,
তার পরে তো শাপ-শাপান্ত, ডানা চেয়ে গানের কণ্ঠ সাধি।

বেঁচে থাকি, ভালোবাসি, কামার্ত হই, জ্বালাই বিয়ের বাতি,
অহমিকার মুকুট পরি, নিজের জন্য মৃত্যুশয্যা পাতি।

হাসি, কাঁদি, আশায় জাগি, শংকাতে ছারখার,
এই সবই তো একেকটা সাল-তামামির ভার!
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এলা হুইলার উইলকক্স (৫ নভেম্বর ১৮৫০ - ৩০ অক্টোবর ১৯১৯) :

মার্কিন যুক্তরাষ্ট্রের কবি ও লেখক। তার বিখ্যাত কবিতাগ্রন্থের নাম:Poems of Passion. বহুল উচ্চারিত কবিতার চরণ:‘‘হাসো, পৃথিবী তোমার সাথে হাসবে/ কাঁদো, একাই কাঁদবে তুমি''। জেনেসভিলের জোনসটাউনে জন্ম। ৩০ অক্টোবর ১৯১৯ খ্রিস্টাব্দে শর্ট বীচে, ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন এলা।
.

*
#EllaWheelerWilcoxPoems
.

This is a translation of the poem The Year by Ella Wheeler Wilcox
Monday, January 1, 2018
Topic(s) of this poem: life and death,new year,time,year
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success