বেদনা Poem by Madhabi Banerjee

বেদনা

ঐ যে উঁচু বাড়িটি যেটার ওপর দিয়ে দু'টো উড়োজাহাজ উড়ে গেল
আর বাড়িটি তাসের ঘরের মতো
টুপ করে মাটিতে পড়ে গেল।
সাগরপারের ঐ বাড়িটিতে মেয়েটি কোনো আত্মীয় বাস করে না,
সাগরপারের ঐ দেশটিতে মেয়েটির পরিচিত কেউ ছিল না।
TV র পর্দায় ভয়ংকর ঐ হিংসার রূপ দেখে
মেয়েটির দু'গাল বেয়ে লোনা জলের স্রোত বয়ে গেল।

This is a translation of the poem Pain by Madhabi Banerjee
Saturday, March 26, 2016
Topic(s) of this poem: pain
COMMENTS OF THE POEM
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success