প্রেম ।। চেসওয়াস মিওস Poem by Rahman Henry

প্রেম ।। চেসওয়াস মিওস

Rating: 5.0

প্রেম ।। চেসওয়াস মিওস

.
প্রেম মানে নিজেই নিজের দিকে তাকাতে শেখা
যেভাবে কেউ দূরবর্তী জিনিসগুলোর দিকে তাকায়
কেননা অনেক কিছুর মধ্যে তুমিই একমাত্র।
আর ওভাবে যে তাকায় সে তার হৃৎপিণ্ডকে নিরাময় দেয়,
এটা না জেনেই, নানাবিধ দুর্দশায়—
পাখি ও বৃক্ষ তাকে সম্বোধন করে: বন্ধু।

তারপর সে নিজেকে আর জিনিসসমূহ ব্যবহার করতে চায়
যেন সেগুলো পরিপক্কতায় পৌঁছে স্থির থাকে
কী সেবা দিচ্ছে তা সে জানে কিনা, ব্যাপার নয়:
যে উত্তম সেবা দেয়, বেশিরভাগ সময়ই সে বুঝতে পারে না।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* চেসওয়াস মিওস (৩০ জুন ১৯১১ - ১৪ আগস্ট ২০০৪) : পোল্যান্ডের কবি, গদ্যকার, অনুবাদক ও কূটনীতিক। ১৯৬১- ১৯৯৮ মেয়াদে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে, স্লাভিক ভাষার শিক্ষক হিসেবে কাজ করেছেন। ১৯৮০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
.

*
#CzesławMiłoszPoems
.

This is a translation of the poem Love by Czeslaw Milosz
Monday, August 14, 2017
Topic(s) of this poem: love,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success