ক্ষুদে শহরের শোকগাথা ।। ইয়ান ওয়াগনার Poem by Rahman Henry

ক্ষুদে শহরের শোকগাথা ।। ইয়ান ওয়াগনার

Rating: 5.0

ক্ষুদে শহরের শোকগাথা ।। ইয়ান ওয়াগনার

.
সেই ছায়া-ক্যারাভ্যান যা রোজ সকালবেলায়
সৃষ্টি করে নিত্যনতুন পথ, আর গাড়ি ধোয়ামোছার গ্যারেজ
যা সর্বদাই গাঢ় ঘুম থেকে জেগে ওঠে।

আর সেই সরবরাহ ভ্যান সিদ্ধান্তহীনতায় দুলতে থাকে
হ্যাঁ ও না- এর মাঝখানে অর্ধেকটা শুয়োরের মাংস নিয়ে,
কাগজিলেবু গাছগুলো হৃৎপিণ্ড ফলায়। আর তুমি এক শিটের বেশি

কাগজ আমার আর পৃথিবীর মাঝখানে মাপমত বসাতে পারো না।
এবং বাগানে বাগানে, প্রতিটি ঝোঁপের পেছনে প্রস্তুতিসহ লুকিয়ে থাকে
ঘাসকাটার মেশিন, পয়লা মে উদযাপন করবে বলে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ইয়ান ওয়াগনার (৫ অক্টোবর ১৯৭২ -) : জার্মান কবি, গদ্যকার ও অনুবাদক। তরুণ প্রজন্মের জার্মান কবিদের মধ্যে সবচে গুরুত্বপূর্ণ। জন্ম হ্যাম্বুয়াগে (Hamburg) , বর্তমানে বার্লিনে বসবাস করছেন। এ বছর জার্মান ভাষার সবচে সম্মানসূচক ‘গিয়গ বিশনার প্রাইজ' (The Georg Buchner Prize) পাচ্ছেন ওয়াগনার।
.

*
#JanWagnerPoems
.

This is a translation of the poem Small town elegy by Jan Wagner
Tuesday, August 15, 2017
Topic(s) of this poem: lifestyle,may day,morning,small,towns
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success