হুজুর মন শুদ্ধ করি কিভাবে Poem by Rhymer Rhymer

হুজুর মন শুদ্ধ করি কিভাবে

Rating: 5.0

মন বিশুদ্ধ করার উপায় কি?
অন্তর পাক্সাফ করতে হবে
এই পাক্সাফের কায়দা কানুন জানাতে হবে
আর এই শাস্রত কে বলে ইল্মি তাছাউফ
বস্তু বা বিষয়ের জাহের ও বাতেন জেনে
এলেম আমল ও এখলাছ অর্জন করতে হবে
কঠোর রিয়াজত করে কম ঘুম, কম খাওয়া, কম মেলা মিশা,
এভাবে ক্রমে ক্রমে এগিয়ে যাওয়া
রিয়াজত ও জিকির আরম্ভ করলে
আস্তে আস্তে বদ খাছিলত গুলু দূর হয়ে
ভাল খাছিলত মন্দের স্থানে পয়দা হতে থাকবে
এভাবে দিলের মধ্যে আল্লাহর রহমত ও আকর্ষণ জন্ম নিতে থাকবে
ক্রমান্বয়ে দিল আল্লহর জন্য বেকারার হয়ে পড়বে
খনিকের তরে জিকির ও খেয়াল কমতি ঘটাবে না
সকাল ও সন্ধ্যায় আল্লহর জিকিরে আর মোরাকাবায় ও মুশাহাদায় বসতে হবে
আল্লহর রিজা/তুষ্টি ও লিকা/বন্ধুত্ব এভাবে অর্জন হতে থাকে
অন্তরের এলাকা সমুহ জিকির আর মোরাকাবায় মজবুত হতে থাকে
আল্লাহ ওয়ালার আমল ফলাফলের বস্তু নহে
বরং নিয়ম মাফিক হওয়ার বস্তু
আল্লহর মারিফাত ও মুহব্বত গালিব হয় এভাবেই।

Tuesday, October 8, 2019
Topic(s) of this poem: mind,heart
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 08 October 2019

রিয়াজত ও জিকির আরম্ভ করলে আস্তে আস্তে বদ খাছিলত গুলু দূর হয়ে ভাল খাছিলত মন্দের স্থানে পয়দা হতে থাকবে...// beautiful introspective system

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success