শুষ্কতা Poem by RAJAT GHOSH

শুষ্কতা

Rating: 5.0

শুষ্কতার বুকেও কেমন
যেন সৌন্দর্যের হাতছানি,
যদি হেটে চলো একলা
তপ্ত দুপুরের শুষ্ক মরুভূমি।

থর থর বুকে তাকালে
ওই দূরে, আরো বহুদূরে,
কত পিপাসা নিয়ে বুকে
ওরা আসে সমুদ্র ক্রোড়ে।

ধু ধু প্রান্তর কত মানুষ
পেয়েছে বুঝি শূন্যতায় সুখ;
একি আলাপন একলা আকাশে
শুষ্কতায় মিলনের গভীর প্রকাশে।

আচ্ছা জানো শুষ্কতা আছে
এই কলকাতার বস্তিতে,
কিংবা ওড়িশার তটে রুগ্ন মেয়ের
দুই পায়ের সভ্য গলিতে;

গভীর রাতে যখন ক্লান্ত শহর
ছেঁড়া পাশ বালিশে ঘুমোয়,
তখনও শুষ্কতা কেঁদে বলে
আমিও সুন্দর তপ্ত বালির মতোই।

জানো শুষ্কতা আছে সম্পর্কে
এই দেখো, তুমি আমি ঘুমে,
কেমন বেলাশেষে মোবাইলে
মুখ গুনী তোমার মুখ ভুলে;

চেয়ে দেখিনি তো তোমার বনলতা
শুনিনি তো শুষ্ক কালো কত কথা,
না জানি কত শুষ্কতা লুকোয় শ্রমে
ঢেকে যায় রোজ একলা আনমনে।


শুষ্ক এ সময় অবিরামে বুঝি খুশি
শুষ্কতার জীবন যুদ্ধে তুমি আমি দুঃখী,
রিক্ত যারা সর্বহারা শুষ্কতাই জীবন খোঁজে
বালির দেশে একলা ঘাসে মুখ গুঁজে।

তুলে নিও একটা ছবি তোমার সেলফোনে
শুষ্কতায় কেমন করে কাঁটা ক্যাকটাস গান শোনে।

Thursday, October 24, 2019
Topic(s) of this poem: love and life,solitude
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 24 October 2019

শুষ্ক এ সময় অবিরামে বুঝি খুশি শুষ্কতার জীবন যুদ্ধে তুমি আমি দুঃখী, রিক্ত যারা সর্বহারা শুষ্কতাই জীবন খোঁজে বালির দেশে একলা ঘাসে মুখ গুঁজে। তুলে নিও একটা ছবি তোমার সেলফোনে শুষ্কতায় কেমন করে কাঁটা ক্যাকটাস গান শোনে।.....fantastic expression. Beautiful poem on love and life has been astutely delineated.10

0 0 Reply
RAJAT GHOSH 24 October 2019

Your words are inspiration for me...I am elated...Thanks a lot...

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success