এ ঘর ছেড়ে যেতে হবে একদি Poem by Madhabi Banerjee

এ ঘর ছেড়ে যেতে হবে একদি

Rating: 5.0

এ ঘর ছেড়ে একদিন যেতেই হবে
মাধবী বন্দ্যোপাধ্যায়


এ কবিতাটি আমি লিখিনি
লিখেছে আমার ভ্রমণসাথীরা
আমি তো কেবল কপি করেছি।
ভ্রমণে এসেছি দূর্গম স্থানে
সাথে আছে সাথীরা
নিজেদের অবস্থানে কেউ তারা তৃপ্ত নয়
কারো চাই গাড়ীটি ভালো
কারো চাই ঘরটি ভালো
করো চাই ঘরে একটি আয়না
এই স্থানে কিছুক্ষনের জন্য বাস
পরেরদিন রওনা হলাম
নুতন পথে নুতন দেশে
ভাল ঘর আয়না গাড়ী সবকিছুকে ফেলে রেখে
যেথায় যাচ্ছি সেখানে কি পাব সবকিছু ভাল?
জানি না।

Thursday, November 7, 2019
Topic(s) of this poem: travel,traveling
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 07 November 2019

নুতন পথে নুতন দেশে ভাল ঘর আয়না গাড়ী সবকিছুকে ফেলে রেখে.. Very beautiful poem excellently penned. Thank you very much for sharing this. Travelling experience motivates mind.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success