পিতলের থুকদানি ।। ল্যাংস্টন হিউস Poem by Rahman Henry

পিতলের থুকদানি ।। ল্যাংস্টন হিউস

Rating: 5.0


.
পিতলের থুকদানিগুলো পরিস্কার করো, ছোকরা।
ডেট্রয়েট,
শিকাগো,
আটলান্টিক সিটি,
পাম বীচ।
পরিস্কার করো থুকদানিগুলো।
খাবার হোটেলের হেঁশেলগুলোয় বাষ্প,
আর আবাসিক হোটেলগুলোর লবিতে ধোঁয়া,
এবং হোটেলের চিলমচিগুলোতে কফ-কাশি-থুথু:
আমার জীবনের অংশ।
ওহে, বালক!
একটা পাঁচ সেন্ট,
একটা দশ সেন্ট,
এক ডলার,
দিনে দুই ডলার
শিশুটির জন্য জুতা কেনো।
পরিশোধ করতে হবে বাড়িভাড়া।
শনিবারে জিন,
গির্জা রোববারে।
হা ঈশ্বর!
শিশুরা আর জিন আর গির্জা
এবং স্ত্রীলোক ও রোববার
সবকিছু জড়িয়ে আছে পাঁচ সেন্টের মুদ্রাগুলোর সাথে এবং
ডলারগুলোর আর চিলমচিগুলো সাফ করার সাথে
আর পরিশোধ করতে বাকি বাড়িভাড়া।
ওহে, ছোকরা!
পিতলের উজ্জ্বল বাটি সদাপ্রভুর চোখে মনোহর।
রাজা ডেভিডের নর্তকীকুলের
ঝাঁজির মতো পালিশ করা ঝকঝকে পিতল,
সোলেমানের দ্রাক্ষাসুধা পানের জামবাটিগুলোর মতো।
এই, ছোকরা!
সদাপ্রভুর নিবেদন বেদীতে সাফসুতরো করা একটা চিলমচি।
পরিস্কার ঝলমলে সদ্য পালিশ করা একটা থুকদানি—
অন্তত আমি সেটা নিবেদন করতে পারি।
এইখ্খানে এসো, ছোকরা!
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* ল্যাংস্টন হিউস (১ ফেব্রুয়ারি ১৯০২ - ২২ মে ১৯৬৭) : আফ্রিকান-আমেরিকান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, কলামনিস্ট এবং সামাজিক আন্দোলনকর্মি। মিসৌরির জপলিনে জন্ম। নিউ ইয়র্ক শহরে ‌‘হারলেম রেনেসাঁ'য় নেতৃত্বদানকারীদের একজন, জ্যাজ পোয়েট্রি প্রবর্তকদেরও একজন। পুরোনাম: জেমস মার্কার ল্যাংস্টন হিউস। ৬৫ বছর বয়সে, নিউ ইয়র্ক শহরে মৃত্যুবরণ করেন।
.

*
#LangstonHughesPoems
.

This is a translation of the poem Brass Spittoons by Langston Hughes
Sunday, November 17, 2019
Topic(s) of this poem: boy,poverty,social injustice
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 17 November 2019

BEAUTIFUL// 10+++++

1 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success