ব্যস্ত আমি, ব্যস্ত তুমি, ব্যস্ত সভ্যতা Poem by RAJAT GHOSH

ব্যস্ত আমি, ব্যস্ত তুমি, ব্যস্ত সভ্যতা

ব্যস্ত সভ্যতার ব্যস্ত রাস্তায় ছুটছে গাড়ি হনহনিয়ে,
চলছে একে অপরকে টপকানোর লাগামহীন খেলা।
আমি, তুমি, সে-সবাই এখন অলিম্পিকের খেলোয়াড়।
ওই সোনার মেডেল গলায় পরে একটা চুমু চাইই চাই।
সবার মাঝে হচ্ছে সবাই একা হোয়াটস অ্যপের হাত ধরে,
তোমার আমার অজানা বন্ধুত্ব বেশ জমেছে ফেসবুকের বুকে।
এগিয়েছে দুনিয়া, এগিয়েছে যন্ত্র, এগিয়েছে সভ্যতা, আরও যাব দূরে,
কিন্তু এগিয়েছে কি আমাদের ওই হৃদয় যন্ত্রের বাঁধা বৃত্তের পরিধিটা?
যত বেশি বেশি ব্যস্ত আমি, তত ভালো অভিনেতা আমি যে,
এক জীবন রাতের যাত্রায় সেজেছি সং অন্যের ভাড়া করা রং তুলিতে ।
সকাল হলেই নামবে আঁধার, ভুলে গেছি মুখস্ত বলা বুলির আওয়াজে।
ব্যস্ত রাস্তায় আজ আর দেখা মেলে না বন্য যুগের সবুজ শান্তির,
কোকিলের কুহু আজ সারা বছর বাজে ওই দশহাজারী ফোনে।
এক আঙুলের স্পর্শে এক দেহ গিলতে চায় ওই গোটা গোলক পৃথিবীকে।
অগ্রগতির স্রোতে উল্টো নৌকা চালানো অনর্থক অবশ্যই বটে,
কিন্তু, আমরা কি ভুলছি না আমার পাশে বসে থাকা অন্যের চাহিদাটা?

Thursday, May 18, 2017
Topic(s) of this poem: reality
COMMENTS OF THE POEM
B.m. Biswas 19 May 2017

The questions you have raised is relevant so far as the modern society is concerned..... Thanks

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success