নিঃসঙ্গ বুনোহাঁস ।। তু ফু Poem by Rahman Henry

নিঃসঙ্গ বুনোহাঁস ।। তু ফু

Rating: 5.0


.
নিঃসঙ্গ, বুনোহাঁসটি প্রত্যাখান করছে দানাপানি,
তার ডাক খুঁজে ফিরছে ঝাঁকটাকে।

সেই একক ছায়ার জন্য সমবেদনা অনুভব করবে কে
দূরবর্তী সহস্র মেঘের আড়ালে মিলিয়ে যাচ্ছে যা?

লক্ষ করো, যদিও দৃশ্য থেকে উড়ে যাচ্ছে
তার আর্জিময় ডাক কেটে ফালাফালা করছে তোমাকে।

চেঁচামেচি সর্বস্ব কাকেরা এড়িয়ে যাচ্ছে তাকে:
তর্কবাগিশেরা, ঝগড়ুটেরা বেড়ে উঠছে সংখ্যায়।
.


.
#Bengalized by: #RahmanHenry

This is a translation of the poem Lone Wild Goose by Du Fu
Tuesday, May 23, 2017
Topic(s) of this poem: agony,alone,detachment,loneliness,single,wildlife
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success