অফলা কমলাগাছের গান ।। ফেদেরিকো গার্সিয়া লোরকা Poem by Rahman Henry

অফলা কমলাগাছের গান ।। ফেদেরিকো গার্সিয়া লোরকা

Rating: 5.0


.
কাঠুরে,
আমার ছায়াকে কেটে বিচ্ছিন্ন করো আমার থেকে,
নিষ্ফলত্বের নিদারূন যন্ত্রণা থেকে
মুক্ত করো আমাকে।

কেন আমার জন্ম হলো আয়নাগুচ্ছের ভেতর?
একের পর এক দিনগুলো প্রদক্ষিণ করছে আমাকে
রাত্রি আমার প্রতিলিপি গড়ছে
তারকাপুঞ্জের মধ্যে।

আমি বাঁচতে চাই প্রতিচ্ছবিহীন।
আর অতপর স্বপ্ন দেখতে দাও আমাকে, যে,
পিঁপড়েরা উঠে আসছে আমার ফলবৃন্তে
আর কাঁটাময় পত্রালিতে ঝাঁক ঝাঁক টিয়ে।
.

This is a translation of the poem The Song Of The Barren Orange Tree by Federico García Lorca
Sunday, June 4, 2017
Topic(s) of this poem: life,orange,philosophy
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success