ফ্রান্সিস্কা ।। লর্ড বায়রন Poem by Rahman Henry

ফ্রান্সিস্কা ।। লর্ড বায়রন

Rating: 5.0


.
ফ্রান্সিস্কা হাঁটছে রাত্রির ছায়াতলে,
কিন্তু এটা সেটা নয়, আসমানি আলোয় হাঁটাহাঁটি যাকে বলে—
অথচ যদিও সে বসছে বাগান-সেডে, ছায়াময়,
তবে তা কিন্তু দুলে ওঠা পুষ্পাদির জন্য নয়।
উৎকর্ণ— সেই ধ্বনির জন্য নয়, পাপিয়ারা যা গায়—
কান তার প্রতীক্ষিত মিষ্টি-কোমল গল্পের আশায়।
সঘন পত্রালি ফুঁড়ে পদশব্দ ওখানে, বাতাসে,
গাল তার রক্তশূন্য, হৃদিস্পন্দ দ্রুত হয়ে আসে।
শনশন পাতাদের শব্দ চিরে ফিসফাস আরও এক ধ্বনি জেগে ওঠে;
একটা মুহূর্ত আর তারপর অভিসার জ্বেলে দেবে আলো—
কাটলো মুহূর্তটুকু— দু চরণে, দেখো, তার প্রেমিক লুটালো।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #bengalized by #RahmanHenry

* লর্ড বায়রন (২২ জানুয়ারি ১৭৮৮ - ১৯ এপ্রিল নভেম্বর ১৮২৪) : রোমান্টিক যুগের ইংরেজ কবি।
.
#LordByronPoems
.

This is a translation of the poem Francisca by George Gordon Byron
Sunday, June 11, 2017
Topic(s) of this poem: love,lovers,meeting,night
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success