সংগ্রাম আমাদের পা টলিয়ে দেয় ।। মার্গারেট ওয়াকার Poem by Rahman Henry

সংগ্রাম আমাদের পা টলিয়ে দেয় ।। মার্গারেট ওয়াকার

Rating: 5.0


.
সহজ মুহূর্তগুলোতেই আমাদের জন্ম ও মৃত্যু, যেমন নিদ্রা
খাদ্য ও পানীয় গ্রহণকাল। খাবার, গৌরব ও সহজ মর্যাদা
অর্জনের সংগ্রাম আমাদের পা টলিয়ে দেয়।
আর এটাই অস্তিত্ব রক্ষার লড়াইয়ের চে' অধিক;
বিদ্রোহ আর যুদ্ধ এবং মানুষে মানুষে মতভেদেরও অধিক।
আমি থেকে তুমিতে পৌঁছাতে দীর্ঘ এক ভ্রমণের প্রয়োজন।
তুমি থেকে আমাতে পৌঁছানোও দীর্ঘ পথযাত্রার ব্যাপার।
দুই অদ্ভুত বিশ্বের সম্মিলন হতেই হবে।

অত্যধিক গরম এক বিছানা থেকে আমাদের লড়াই-সংগ্রাম;
খুব ঠাঁসাঠাঁসি গাদাগাদির ভেতর নিদ্রার ধৈর্য থেকে।
এই কৃষ্ণত্বের ভেতর থেকে নিশ্চয় আমরা আগুয়ান হই;
খাদ্যের, অহমিকার এবং মর্যাদা লাভের প্রয়োজনে।
সকাল ও রাত্রির— এ দুয়ের লড়াই। এটাই চিহ্নিত করে
আমাদের বছরগুলোকে, এটাই প্রশমিতও করে, আমাদের দুর্দশা।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* মার্গারেট ওয়াকার (৭ জুলাই ১৯১৫ - ৩০ নভেম্বর ১৯৯৮) : আফ্রো-আমেরিকান কবি ও লেখক।
.

* #MargaretWalkerPoems

This is a translation of the poem The Struggle Staggers Us by Margaret Walker
Saturday, July 8, 2017
Topic(s) of this poem: struggle,life,lifestyle
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success