হাওয়ার কাঁধব্যাগে ।। আব্রাহাম সুৎজকিভার Poem by Rahman Henry

হাওয়ার কাঁধব্যাগে ।। আব্রাহাম সুৎজকিভার

Rating: 5.0

হাওয়ার কাঁধব্যাগে ।। আব্রাহাম সুৎজকিভার

.
সোনারং সন্ধ্যায়,
নগ্নপদ এক পথচারি পাথরের ওপর
তার শরীর থেকে ঝেড়ে ফেলছে পৃথিবীর ধুলা।
বনভূমিতে
এক পাখি ময়লা ঝেড়ে,
ধরে ফেলছে অস্তগামী সূর্যের শেষ ঘ্রাণ।

নদীতীরে একটা উইলো গাছও আছে।

একটা সড়ক।
একটা মাঠ।
বাতাসে ঢেউখেলানো এক তৃণভূমি।
ক্ষুধাতুর মেঘেদের
মৃদু পদক্ষেপ।
ওইসব হাত কোথায় যারা সৃষ্টি করে বিস্ময়?

সরব এক বেহালাও আছে।

তা হলে এমন প্রহরে আমার জন্য কী আর বাকি রইলো করণীয়,
আহ, হাজার রঙের পৃথিবী আমার?
শুধুই
হাওয়ার কাঁধব্যাগে রক্তিম সৌন্দর্য
ভরে নেয়া
আর নৈশভোজের জন্য ঘরে বয়ে আনা।

পাহাড়ের মত এক নির্জনতায় রয়েছে সেখানে।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* আব্রাহাম সুৎজকিভার (১৫ জুলাই ১৯১৩ - ২০ জানুয়ারি ২০১০) : সোভিয়েত রাশিয়ার কবি।
.

* #AbrahamSutzkeverPoems
.

This is a translation of the poem In The Knapsack Of The Wind by Abraham Sutzkever
Saturday, July 15, 2017
Topic(s) of this poem: beauty,evening
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success