উন্নত জীবন ।। ট্রেসি কে. স্মিথ Poem by Rahman Henry

উন্নত জীবন ।। ট্রেসি কে. স্মিথ

Rating: 5.0

.
কিছু লোক যখন টাকা নিয়ে কথা বলে,
এমনভাবে বলে, যেন সে এক রহস্যমণ্ডিত প্রেমিক,
যে কিনা দুধ কিনতে গেছে এবং আর কখনই
ফিরে আসেনি, আর এটাই আমাকে স্মৃতিকাতর করে তোলে
ওইসব বছরের জন্য, যখন শুধু রুটি আর কফি খেয়ে বেঁচে থেকেছিলাম,
সারাক্ষণ ক্ষুধার্ত, দিনমজুরির উদ্দেশ্যে হেঁটে বেড়াতাম
এমন এক মেয়েলোকের মত, কুয়াহীন গ্রাম থেকে
যে, রওনা হয়েছে জলের খোঁজে, তারপর
একটা বা দুটো রাত মুরগির রোস্ট আর ওয়াইন খেয়ে
অন্য সবার মত বেঁচে থাকতাম, উন্নত জীবনে।

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

This is a translation of the poem The Good Life by Tracy K. Smith
Sunday, July 16, 2017
Topic(s) of this poem: life,lifestyle,struggle
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success