মন বসে না Poem by RAJAT GHOSH

মন বসে না

মেঘলা দিনে বন্দি বই-এ বসে না মন,
টিপটপ ফোঁটা চোঁখে বাজে টালির কার্নিশে,
ফাটা কলাপাতা হেলে আদর করে নিমগাছকে।
আমি দেখি ক্লান্ত নয়ন মেলে তারজালির ঘর দিয়ে।
আজ শ্রাবনের বাদল দিনে দুপুরে ঘুমানো বারণ,
পাগলামি বলতে পারো তবে খুঁজো না কোনো কারণ।
আজকে মন বসে না স্মার্টফোনের আলতো স্পর্শে,
ছুটে চায় ওই দূরে নামা মেঘলা আকাশের গভীরতাকে।
একটু চুপ করে শোনো বাইরের বেসুরো গানগুলো,
দেবেই তারা স্পর্শধ্বনি তোমার ওই উদগ্রীব অন্তরে।
সত্যি আজ মন বসে না নোটবন্দি খাতার খোলা পাতায়।

Sunday, July 23, 2017
Topic(s) of this poem: literature
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success