প্রত্যেক নারীই তার নিজস্ব বৃক্ষ চেনে ।। বেজাম মাতুর Poem by Rahman Henry

প্রত্যেক নারীই তার নিজস্ব বৃক্ষ চেনে ।। বেজাম মাতুর

Rating: 5.0

প্রত্যেক নারীই তার নিজস্ব বৃক্ষ চেনে ।। বেজাম মাতুর

.
যখন তোমার কাছে গেলাম
ডানা মেলে দিয়েছিলাম
কৃষ্ণপাথরে নির্মিত
সেই বিরান শহরের ওপর দিয়ে,
আর দেখতে পেয়েছিলাম এক বৃক্ষ এবং তার শাখায় বিশ্রামের স্থান নেই
এবং তখন আর্তনাদ করেছিলাম।

প্রত্যেক নারীই তার নিজস্ব বৃক্ষ চেনে।

সেই রাতে পালিয়ে এসেছিলাম।
সেই শহরের ওপর দিয়ে চলে এসেছিলাম যেখানে অন্ধকারও ঢুকতে ভয় পায়।
ছায়াহীন আমার আত্মা ছিলো
নিঃসঙ্গ।

একটা কুকুরের মত আর্তচিৎকার করেছিলাম।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* বেজাম মাতুর (১৯৬৮ -) : তুর্কি কবি। দক্ষিণ-পূর্ব তুরস্কে এক কুর্দি-আলভি পরিবারে জন্ম মাতুরের। আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করেছেন। প্রথম কবিতাগ্রন্থ, Winds Howl Through the Mansions, প্রকাশিত হয় ১৯৯৬ সালে। এরপর আরও পাঁচটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতার জন্য বেশ কিছু পুরস্কারে ভূষিত মাতুর এসমেয়র তুর্কি কবিতায় বেশ আলোচিত নাম। তার কবিতা ২৫ ভাষায় অনুবাদ হয়েছে।
.
* #BejanMaturPoems
.

This is a translation of the poem Every woman knows her own tree by Bejan Matur
Friday, August 4, 2017
Topic(s) of this poem: disappointment,love,peace,shelter,tree,womanhood
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success