দেশপ্রেমী এক কবিকে নিয়ে ।। থোমাস ম্যাকডাও Poem by Rahman Henry

দেশপ্রেমী এক কবিকে নিয়ে ।। থোমাস ম্যাকডাও

Rating: 5.0

দেশপ্রেমী এক কবিকে নিয়ে ।। থোমাস ম্যাকডাও

.
তার গানগুলো শাশ্বত সংগীতের
সামান্য বচন ছিলো, সেই শব্দাবলী
দীর্ঘতায়, সশব্দে আরও ঢের
খুঁজে নিলো বীণার নীরব কোনও গলি।

তার কাজ এক শব্দে বর্ণনীয়,
একাকী বলার মত স্বীয়,
যে রাতে ফোটে না কোনও শব্দে প্রতিধ্বনি
আর্তনাদ থেকে; কিংবা ভেদ করে হাসির সিম্ফনী।

তবু সেই গান শুনে জেগে উঠবে প্রজন্মের নতুন সন্তান,
অট্টবীণায় কানে ধাপ্পা লেগে যাবে,
যখন জাগবে দিন, প্রত্যূষের সত্য-আহ্বান,
সে গানের প্রতিধ্বনি দুনিয়া কাঁপাবে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* থোমাস ম্যাকডাও (১ ফেব্রুয়ারি ১৮৭৮ - ৩ মে ১৯১৬) : আইরিশ কবি, নাট্যকার, বিপ্লবী রাজনীতিক এবং প্রথম বিশ্বযুদ্ধের জন্য সামরিক কমান্ড্যান্ট। সেনাবাহিনীর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে, ১৯১৬সালে, কোর্ট মার্শালে তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়।
.
* #ThomasMacDonaghPoems
.
**{ এ কবিতায়, ম্যাকডাও, একজন দেশপ্রেমী কবির কথা বলেছিলেন; নামোল্লেখ করেন নি। বর্ণিত সেই কবি সম্পর্কে কোনও ক্লু পাওয়া যায় না। তবে, ধারণা করা হয়: কবি, নিজের সম্পর্কেই বলেছিলেন }

This is a translation of the poem On A Poet Patriot by Thomas MacDonagh
Saturday, August 5, 2017
Topic(s) of this poem: patriot,poet,praise,song
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success