মা বলছেন ।। প্যাট্রিক পার্সি Poem by Rahman Henry

মা বলছেন ।। প্যাট্রিক পার্সি

Rating: 5.0

মা বলছেন ।। প্যাট্রিক পার্সি

.
ওদের জন্য উদ্বিগ্ন নই: প্রভু, আমার দুই শক্তিমত্ত সন্তানের জন্য
উদ্বিগ্ন নই যাদের দেখেছিলাম বের হয়ে যেতে
নিজেদের শক্তি চুরমার করে মরবে বলে, ওরা এবং আরও কয়েকজন,
মহিমান্বিত কাজের জন্য রক্তাক্ত প্রতিবাদ,
জনতা তাদের কথা আলোচনা করবে,
প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে ওদের,
আর তাদের বলবে: ‘‘আশীর্বাদিত'';
কিন্তু অন্তরের তলদেশে আমি উচ্চারণ করবো ওদের নাম
দীর্ঘ রজনীগুলোতে;
ছোট্ট সুপরিচিত নাম যারা একদা
ঘিরে রেখেছিলো আমার মুমুর্ষু হৃৎপিণ্ড।
ঈশ্বর, আপনি মায়েদের প্রতি নির্দয়:
ওদের আগমণে আর গমণেও আমাদেরই ভোগান্তি;
আর যদিও ওদের জন্য উদ্বিগ্ন নই, ক্লান্ত আমি, ক্লান্ত
দীর্ঘ দুঃখে— এবং তবুও আনন্দ আছে:
আমার পুত্রেরা ছিলো বিশ্বস্ত আর ওরা যুদ্ধ করেছিলো।

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* প্যাট্রিক পার্সি (১০ নভেম্বর ১৮৭৯ - ৩ মে ১৯১৬) : আইরিশ কবি, শিক্ষক, গদ্যকার, বিপ্লবী রাজনীতিক। বৃটিশ শাসনমুক্ত আয়ারল্যান্ড ‘ইস্টার রাইজিং'য়ে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯১৬ সালে, কোর্ট মার্শালে তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়।
.

* #PatrickPearsePoems
.

This is a translation of the poem The Mother by Patrick Henry Pearse
Saturday, August 5, 2017
Topic(s) of this poem: fight,fighter,glory,mother,mother and child ,mother land,protest,son
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success