আমি তার রক্ত দেখি গোলাপ-আভায় ।। যোসেফ প্লাঙ্কেট Poem by Rahman Henry

আমি তার রক্ত দেখি গোলাপ-আভায় ।। যোসেফ প্লাঙ্কেট

Rating: 5.0

আমি তার রক্ত দেখি গোলাপ-আভায় ।। যোসেফ প্লাঙ্কেট

.
আমি তার রক্ত দেখি গোলাপ-আভায়
চোখের মহিমা তার তারায় তারায়,
শাশ্বত বরফে সেই দেহখানি ঝলমল করে,
আসমান থেকে তার অশ্রু ঝরে পড়ে।

ফুলেরা রেখেছে বুকে তারই মুখ এঁকে;
বজ্রনিনাদ আর পাখিদের গান
তারই কন্ঠষ্বর— তারই ক্ষমতাক্রমে বেঁকে
শিলাগুলো দিচ্ছে তারই কাব্যের সন্ধান।

সব পথে তার পদচিহ্ন আছে ফুটে
সমুদ্র-স্পন্দন সেই শক্তিমত্ত হৃৎপিণ্ডেরই সূক্ষ কারুকাজ,
কন্টকমুকুট তার যুক্ত হলো সকল মুকুটে,
প্রতিটি বৃক্ষই তার ক্রশচিহ্ন আজ।

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* যোসেফ প্লাঙ্কেট (২১ নভেম্বর ১৮৮৭ - ৪ মে ১৯১৬) : আইরিশ কবি, সাংবাদিক, জাতীয়তাবাদী বিপ্লবী রাজনীতিক। বৃটিশ শাসনমুক্ত আয়ারল্যান্ড ‘ইস্টার রাইজিং'য়ে সশস্ত্র যুদ্ধে যে কয়জন নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাদেরই একজন। ১৯১৬ সালে, কোর্ট মার্শালে তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়।
.

* #JosephPlunkettPoems
.

This is a translation of the poem I See His Blood Upon The Rose by Joseph Mary Plunkett
Saturday, August 5, 2017
Topic(s) of this poem: death,death of a friend,memoir
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success