শোকগাথা ।। আরাসেলিস জিরমেই Poem by Rahman Henry

শোকগাথা ।। আরাসেলিস জিরমেই

Rating: 5.0

শোকগাথা ।। আরাসেলিস জিরমেই

.
আমাদের বেঁচে থাকাটা নিশ্চিত নয়
এই জ্ঞান নিয়ে কী করবো?
হয়তো একদিন তুমি কোনও লকলকে শাখা ছুঁয়েছিলে
সুন্দর কোনও বৃক্ষের। আর ওটা বাড়ছে আর বাড়ছে
তোমার জন্মদিনগুলো এবং মৃত্যুসনদ সত্ত্বেও,
আর এটা কোনওদিন সুন্দর কিছুর মাথা অব্দি ঢেকে দিচ্ছে
কিংবা নিজেকে একটা পাখির বাসা বানাবার উপযোগি করছে। বের হও
তোমার ঘর থেকে, তারপর, বিশ্বাস করো একে।
কোনওকিছুই আর ব্যাপার নয়।

আমাদের ওপর যা কিছু তা হলো স্পর্শ
আগন্তুকদের আর কাকাতুয়াদের,
তাদের কেউ কেউ মানুষ,
কেউ কেউ মানুষ নয়।

অামার কথা শোনো। একটা সত্য
বলছি তোমাদের। এটাই একমাত্র রাজত্ব।
অপসৃয়মান, বস্তুসমূহের স্পর্শ।

.

.

#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* আরাসেলিস জিরমেই (১০ ডিসেম্বর ১৯৭৭ -) : মার্কিন কবি। কানেক্টিকাট কলেজ ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা। ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন।

.

*
#AracelisGirmayPoems
.

This is a translation of the poem Elegy by Aracelis Girmay
Sunday, August 13, 2017
Topic(s) of this poem: elegy,life and death,touch
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success