হাজার রঙের ক্যানভাস Poem by fahmidul hassan

হাজার রঙের ক্যানভাস

সাদা কালোর ছোয়াতেই থাকলাম না হয়,
দু'রঙ ই আমার দু'শ রঙ, দু'রঙ ই আমার-
হাজার রঙের ক্যানভাস।
তুলি হাতে শিল্পী প্রস্তুত, অংকিত হবে চিত্র,
তবুও চাইবো, সাদা কালোতেই আকা হোক!

রংধনুর সাত রঙ নেই প্রয়োজন, হারিয়ে যাক;
দু'রঙ ই আমার দু'শ রঙ, দু'রঙ ই আমার -
হাজার রঙের ক্যানভাস।
ছবিতে চিত্রীত হোক মায়া, অসংখ্য ভালোবাসা;
প্রানের পরশ যেন রয়ে যায়, রয়ে যায় নিরব ভাষা।

তবে গাম্ভীর্যহীন হওয়া চাই এ নিরবতা; প্রাণোচ্ছল,
দু'রঙ ই আমার দু'শ রঙ, দু'রঙ ই আমার-
হাজার রঙের ক্যানভাস।

Saturday, September 8, 2018
Topic(s) of this poem: imagination,nature,romanticism
POET'S NOTES ABOUT THE POEM
Romanticism
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
fahmidul hassan

fahmidul hassan

Naogaon, Bangladesh
Close
Error Success