অতঃপর নৈসঙ্গ Poem by fahmidul hassan

অতঃপর নৈসঙ্গ

নৈসঙ্গ কী তা কি জানা আছে?
যদি নাই থাকে তবে দেখো-
দূর আকাশে ঐ তারাদের;
বিলিয়ন বিলিয়ন বছর থেকে আলো জ্বেলে-
অপেক্ষমান কারো জন্য,
কিন্তু তবু একা।
এটাই নৈসঙ্গ।
সূর্যকে দেখো, যে ৫ লক্ষ্য মাইল বেগে মিল্কিওয়ে গ্যালাক্সি কে প্রদক্ষিণ করে
বড্ড ক্লান্ত; কিন্তু একা,
তবুও দেখা পায়নি কারোর।
নৈসঙ্গ কি জানা নেই?
যদি থাকেই তবে বৃথা জানতে চাওয়া কেন?
নৈসঙ্গ আছে তোমার, আমার ও সবার মাঝে;
ডুব সাতার মেরে যা এগিয়ে আসে রজনীতে,
এবং আলিংগন করে—যা অনাকাঙ্ক্ষিত।

Tuesday, March 23, 2021
Topic(s) of this poem: affinity and love,blind love,loneliness,alone,pain
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
fahmidul hassan

fahmidul hassan

Naogaon, Bangladesh
Close
Error Success