স্বীকারোক্তি Poem by fahmidul hassan

স্বীকারোক্তি

কতদিন হায় ঠেকেনি বদনে ভূত্বকের ছোয়া,
কৃত্রিম কংক্রিট আর স্টিল সভ্যতাই হচ্ছে সংগী।
যেন আটকা পরে গেছি এ নগরের গরাদের পেছনে;
আমি হয়েছি সাজাপ্রাপ্ত আসামি।

রাস্তায় পোড়া পেট্রোলের গন্ধে বন্ধ হয়ে যায় শ্বাস,
সবুজ কাননে করেছি একদা বসবাস।
মনে পড়ে ধান ক্ষেত সুবিশাল অম্বরের মত,
মনে পরে অতীত প্রফুল্লতা, পার হয়ে গেছে যত।

যখন ঘনিয়ে আসে আঁধার, পথে জ্বলে ওঠে -
সারি সারি নিয়ন বাতি,
যেগুলো আমায় একটুকুনও আকৃষ্ট করে না;
বরং বিচ্ছিরীভাবে চোখ ধাঁধিয়ে দেয় শুধু,
যা সম্পূর্ণ শাস্তি দেয়ার ফন্দি ছাড়া আর কিছু নয়।

পথে যখন চোখে পড়ে আকুরিয়ামের দোকান,
আমি সন্তপর্ণে এগিয়ে যাই; চোখ মুজে দেখি-
দিগন্ত বিস্তৃত পদ্মা নদী।
জেলেরা ধরে জাল ফেলে মাছ হড়েক রকমের,
ইশ! হয়েছি সেই মনোমুগ্ধকর দৃশ্যান্তর থেকে বঞ্চিত।

Saturday, September 8, 2018
Topic(s) of this poem: bangladesh,mother land,natural,romanticism
COMMENTS OF THE POEM
Naila Rais 08 September 2018

A nice write..... Thnx to google for translating this page in english.... I would like you translate your poem to eng for readers sake....10 Welcome to poem hunter You may like to read my poems and express your views too... Naila

0 0 Reply
Fahmidul Hassan 16 November 2019

Thanks for your comment

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
fahmidul hassan

fahmidul hassan

Naogaon, Bangladesh
Close
Error Success