বাসনা ।। এলিস ওয়াকার Poem by Rahman Henry

বাসনা ।। এলিস ওয়াকার

Rating: 5.0


.
আমার বাসনা
সর্বদা একই; জীবন আমাকে
যেখানেই পৌঁছে দিক:
আমি গোড়ালি গাড়তে চাই
এবং দ্রুতই আমার সম্পূর্ণ শরীর
ডোবাতে চাই জলে।
ঝাঁকি দিয়ে বের করতে চাই বড়সড় ঝাড়ু
আর সরাতে চাই শুকনো পাতা
থেঁতলানো পুষ্পদল
মরা পোকামাকড়
এবং ধুলোবালি।
কিছু একটা
জন্ম দিতে চাই।
এটা খুব অসম্ভব মনে হয় যে
বাসনাও কখনও কখনও পরিণত হতে পারে নিবেদনে;
কিন্তু এই-ই ঘটেছে।
আর এভাবেই টিকে আছি আমি:
কতই না যত্নে
পরিচর্যা করেছি
আমার হৃদবাগিচার গর্তটাকে
একে ভরাট করতে
গজিয়ে তুলেছি একটা হৃৎপিণ্ড।
.

.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* এলিস ওয়াকার (৯ ফেব্রুয়ারি ১৯৪৪ -) : মার্কিন কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সামাজিক আন্দোলনকর্মি। ন্যাশনাল বুক এওয়ার্ড এবং পুলিৎজার প্রাপ্ত এলিস আফ্রিকান-আমেরিকান; জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়। আফ্রিকান বাবা ও আদিবাসী আমেরিকান মায়ের ঘরে, এলিস অষ্টম ও সর্বশেষ সন্তান। নিতান্ত দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা এলিস নিউ ইয়র্কে বসবাস করছেন।
.

*
.

* #AliceWalkerPoems
.

This is a translation of the poem Desire by Alice Walker
Monday, January 6, 2020
Topic(s) of this poem: desire,lifestyle
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success