ঈগলাশ্ব ।। যোসেফ চার্লস কেনেডি Poem by Rahman Henry

ঈগলাশ্ব ।। যোসেফ চার্লস কেনেডি

Rating: 5.0

ঈগলাশ্ব ।। যোসেফ চার্লস কেনেডি

.
তাকাও এই কল্পিত ঘোড়াটির দিকে
মনে হবে: কোনও মিশ্রণপিপাসু কৃষক
ঈগলে-ঘোড়ায় জন্ম দিয়েছে ঈগলাশ্ব।
এই ঘোড়া বর্মপরিহিত বীরদের
মেঘমাঠের ভেতর দিয়ে বয়ে নিচ্ছে তীব্র গতিতে।
আমারও বাসনা, ঈগলাশ্ব
আমাকেও নিয়ে যাক একটা ভ্রমণে। যদিও
বাস্তব নয়।
কিন্তু আহ, যদি সত্যিকারের হতো...!
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* যোসেফ চার্লস কেনেডি (২১ আগস্ট ১৯২৯ -) : মার্কিন কবি, অনুবাদক, সাহিত্য সম্পাদক এবং শিশুসাহিত্যিক। এক্স. জে. কেনেডি নামেই অধিক পরিচিত।
.

*
#XJKennedyPoems
.

This is a translation of the poem Hippogriff by X J Kennedy
Monday, August 21, 2017
Topic(s) of this poem: animals,eagle,fiction,horse,riding
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success