সকালের বাতচিত ।। রোবের্তা হিল হোয়াইটমান Poem by Rahman Henry

সকালের বাতচিত ।। রোবের্তা হিল হোয়াইটমান

Rating: 5.0

সকালের বাতচিত ।। রোবের্তা হিল হোয়াইটমান

.
‘‘এই যে, ভদ্রলোক, '' বাগানের মাঝ বরাবর
একটা খুঁটির মাথায় বিশ্রামরত
এক চিত্রদোয়েলকে বললাম। গোলাপি ও হলুদ
জিনিয়া ফুলের আগুনরং, খসখসে কপি পাতার
সবুজ, আর শুকনো ডালে ঝুলে থাকা গাঢ় লাল টমেটো রং
তার স্থির উপস্থিতিকে কাঠামোবদ্ধ করেছে।

‘‘শুনেছি যে তুমি প্রকৃত চিত্রদোয়েল
নও। পাখি বিশেষজ্ঞরা একমত
করছে, '' বললাম। ‘‘আসল চিত্রদোয়েল
ইংল্যান্ডে বাস করে। ওরা দাবি করছে
ভুল নাম দেয়া হয়েছে আর আমাদের উচিত
তোমাকে ‘লাল-বুক-দামা' বলে ডাকা
কেননা তুমি
আদিবাসী।''
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* রোবের্তা হিল হোয়াইটমান (১৯৪৭-) : আদিবাসী ওনাইদা জাতিসত্তার আমেরিকার কবি।
.

*
#RobertaHillWhitemanPoems
.

This is a translation of the poem Morning Talk by Roberta Hill Whiteman
Saturday, August 26, 2017
Topic(s) of this poem: bird,morning
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success