হয়তো পৃথিবীর শেষ এখানেই ।। জোয় হারজো Poem by Rahman Henry

হয়তো পৃথিবীর শেষ এখানেই ।। জোয় হারজো

Rating: 5.0

হয়তো পৃথিবীর শেষ এখানেই ।। জোয় হারজো

.
পৃথিবীর যাত্রা শুরু হচ্ছে ডাইনিং টেবিল থেকে। ব্যাপার নয় কী, বেঁচে থাকতে হলে অবশ্যই খেতে হবে। পৃথিবীর নিয়ামতগুলো আনা হয়, প্রস্তুত করা হয়, এবং সাজানো হয় টেবিলে। শুরু থেকেই চলে আসছে, আর চলতেই থাকবে। মুরগি ও কুকুরগুলোকে এর থেকে দূরে রাখছি, ছোট্ট শিশুদের কামড়ানোর খেলনাগুলোও আছে এক কোণায়, ওরা পা দুলিয়ে চিবোবে। এখানে, শিশুদের সেই শিক্ষাই দেয়া হচ্ছে, কীভাবে মানুষ হয়ে উঠবে ওরা। এভাবেই আমরা নারী ও পুরুষ গড়ে তুলছি। এই টেবিলে বসেই আমরা গালগল্পে মাতি, স্মরণ করি শত্রুদের আর আমাদের প্রেমিক-প্রেমিকার প্রেতাত্মাগুলোকে। আমাদের স্বপ্নগুলো আমাদের সাথেই কফি পান করে, বাচ্চাগুলোর কাঁধে হাত বুলিয়ে দেয়। আমাদের হাত যখন টেবিল থেকে নিচে পড়ে যেতে থাকে আর আবারও টেনে ওপরে তুলি, তখন স্বপ্নেরাও হেসে ওঠে আমাদের সাথে। এই টেবিল বৃষ্টির বিপরতে আমাদের ঘর আর রোদের বিপরতে ছাতা হয়ে উঠেছে। এই টেবিলেই শুরু হয় যুদ্ধ এবং শেষ হয়। এটাই সেই স্থান যেখানে ত্রাসের ছায়া থেকে লুকিয়ে বাঁচি আমরা। ভয়ানক বিজয়কে উদযাপনেরও এটাই স্থান। এই টেবিলেই বাচ্চার জন্ম দিয়েছি আমরা, আর মাতা-পিতার শেষকৃত্যেরো আয়োজন এখানে বসেই করেছি। এই টেবিলে, আনন্দে বা যন্ত্রণায় আমরা গান গাই। ভোগান্তি আর অনুতাপ নিয়ে প্রার্থনা করি। একে অপরকে ধন্যবাদ জ্ঞাপন করি।

হয়তো পৃথিবীর সমাপ্তিও ঘটবে এই খাবারের টেবিলে, যখন আমরা হাসছি, কাঁদছি, শেষ কামড় বসাচ্ছি উপাদেয় খাবারে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* জোয় হারজো (৯ মে ১৯৫১ -) : আদিবাসী মাস্কোজি জাতিসত্তার আমেরিকান কবি, সংগীত শিল্পী, কথাসাহিত্যিক ও গদ্যলেখক। জন্ম ওকলাহোমায়। কবিতার জন্য ‌‘পেন ওপেন বুক এওয়ার্ড' সহ বেশকিছু মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হারজো ২০১৬ সাল থেকে নক্সভিলের টেনিসি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক নিযুক্ত হয়েছেন।
.
*
#JoyHarjoPoems
.

This is a translation of the poem Perhaps the World Ends Here by Joy Harjo
Sunday, August 27, 2017
Topic(s) of this poem: life and death,lifestyle,world
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success