ধর্ম Poem by Dipankar Sadhukhan

ধর্ম

এখনো দেখো নি আমার আসল রুপ।
ধর্ম ও রাজনীতির কস্টিউমে মোড়া
আমি এক লাঞ্ছিতা, নিগৃহীতা ও ধর্ষিতা
আধুনিক নির্ভীক নারী।

আমার জঠর হতে জন্ম নিয়েছে
রাজনীতি ও ধর্ম।
যুগ যুগ ধরে আমার স্তনে
হয়েছে লালিত বহু বর্ণ।

পৃথিবীটা সংকীর্ণ হতে হতে আধুনিক জীবনে
চলে এসেছে একটা ন্যানো সিমে।
নীতির রাজা রাজনীতি হয়েছে আজ নগ্ন।
দিন দুপুরে ধর্মের সাথে সহবাসে সে মগ্ন।

ধর্মকে হত্যা করে
নির্দ্বিধায় অধর্ম আজ পরেছে ধর্মের মুখোশ।
বিবেক বুদ্ধি হারিয়ে সুর ও সুরার মাঝে
স্বমহিমায় ঘটেছে তারই প্রকাশ।

দিনে, রাতে, মন্দিরে, গুরুদ্বারে
শিশু থেকে বৃদ্ধা কারোরই নেই কোন ছাড়।
প্রত্যেকেই ধ্বজাধারী ঈশ্বরের দূতদের
ঘৃণ্য যৌন লালসার শিকার।

পারবে না, পারবে না কোন শক্তি
আমাকে শ্বাস রোধ করতে।
আমি ধর্ষিত হব বারবার
তোমাদের রাজনীতি ও ধর্মের কবর খুঁড়তে।


© Dipankar Sadhukhan
27th August,2017.

This is a translation of the poem Religion by Dipankar Sadhukhan
Sunday, August 27, 2017
Topic(s) of this poem: protest,rape,religion
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 27 August 2017

এখনো দেখো নি আমার আসল রুপ। ধর্ম ও রাজনীতির কস্টিউমে মোড়া আমি এক লাঞ্ছিতা, নিগৃহীতা ও ধর্ষিতা আধুনিক নির্ভীক নারী।... beautiful beginning with heartfelt depiction. Dear Dipankar you have inscribed the true picture of the present society touchingly. Thank you for sharing.

1 0 Reply
Dipankar Sadhukhan 27 August 2017

Thank you so much dear poet Kumarmani ji for your soulful application.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success