রাত্রিকালীন ঘামে ভেজা মানুষ ।। থম গান Poem by Rahman Henry

রাত্রিকালীন ঘামে ভেজা মানুষ ।। থম গান

Rating: 5.0

রাত্রিকালীন ঘামে ভেজা মানুষ ।। থম গান

.
জেগে উঠলাম শীতলতায়, যে আমি
উষ্ণ-স্বপ্নের ভেতর দিয়ে বেড়ে উঠেছি
জেগে উঠলাম ওসবের অবশিষ্টাংশ,
ঘাম, আর এক লেপ্টে থাকা চাদরের ভেতর।

আমার রক্তমাংশের ছিলো নিজস্ব সুরক্ষা ঢাল:
ওখানেই জখম হতো, সেরে উঠতো।

শরীরের ফায়দা লুটতে লুটতে
বেড়ে উঠেছিলাম, এমনকি যখন ঝুঁকিকেও
স্বাগত জানিয়েছি, বিশ্বাস করতাম যে
ত্বকের প্রতিটি চ্যালেঞ্জ থেকে

বিস্ময়ের একেকটি জগত
জেগে উঠবে শক্তিময়।

দুঃখ প্রকাশ না করে পারছি না যে
প্রদত্ত সুরক্ষা ঢাল চুরমার হয়েছিলো,
দ্রুত সংকুচিত হচ্ছিলো মন,
রক্তমাংস হ্রাস পাচ্ছিলো আর দুমড়ে-মুচড়ে গিয়েছিলো।

বিছানাটা বদলাতে হবে আমাকে,
কিন্তু উর্ধমুখি হবার পরিবর্তে

নিজেই নিজেকে ধরছি, যেখানে
আলিঙ্গনে জড়াচ্ছি নিজ দেহকে
যেন এভাবেই বর্মায়িত করতে হবে তাকে
ওইসব যন্ত্রণা থেকে, যা বয়ে যাবে আমার ভেতরে,

যেন পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরগুলোকে ঠেকাতে
আমার হাত দুটোই যথেষ্ট।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* থম গান (২৯ আগস্ট ১৯২৯ - ২৫ এপ্রিল ২০০৪) : এংলো-আমেরিকান কবি; ইংল্যান্ডের সাংবাদিক মা-বাবার ঘরে জন্মানো গান, মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন ঘটিয়েছিলেন ১৯৫৪ সালে, সেই থেকে মৃত্যু-অব্দি যুক্তরাষ্ট্রেই ছিলেন। তার পুরোনাম: থমসন উইলিয়াম গান।
.
*
#ThomGunnPoems
.

This is a translation of the poem The Man With Night Sweats by Thom Gunn
Tuesday, August 29, 2017
Topic(s) of this poem: night,realization,repentance,self control,self discovery
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success