‘লাল টুপি-পরা ছোট্ট বালিকা'র প্রতি নেকড়েটার ‘বিশেষ দ্রষ্টব্য' কথা ।। আগা শহিদ আলি Poem by Rahman Henry

‘লাল টুপি-পরা ছোট্ট বালিকা'র প্রতি নেকড়েটার ‘বিশেষ দ্রষ্টব্য' কথা ।। আগা শহিদ আলি

Rating: 5.0

‘লাল টুপি-পরা ছোট্ট বালিকা'র প্রতি নেকড়েটার ‘বিশেষ দ্রষ্টব্য' কথা ।। আগা শহিদ আলি

.
প্রথমত, আমার ইতিহাসবোধকে স্বীকৃতি দাও:
পরবর্তী মানব-প্রজন্মের জন্য এটা করেছিলাম,
কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য
আর একটা সুষ্পষ্ট নৈতিক শিক্ষা তুলে ধরতে:
অদ্ভুত সব ফুলের খোঁজে
ছোট্ট বালিকাদের উচিত নয় দূরে চলে যাওয়া,
আর তারা আগন্তুকদের সঙ্গে অবশ্যই কথা বলবে না।

আর তারপর স্বীকৃতি দাও অোমার উদারনৈতিক গল্পবিন্যাসের দক্ষতাকে:
তাকে কি আমি ওখানে ঠিক ওই জঙ্গলেই
ছিঁড়ে খেয়ে ফেলতে পারতাম না?
কেন জিজ্ঞেস করেছিলাম ওর দাদিমা কোথায় থাকে?
যেন, অরণ্যবাসী হয়েও,
সেই তিনটে ওকগাছ
আর সেগুলোর তলদেশের কুটিরটাকে চিনতাম না
যেখানে বৃদ্ধাটি
একদম একা থাকে?
যেন অনেক বছর আগে তাকে আমি গলাধকরণ করি নি?

আর তোমরা আমাকে বিশালবপু বদ নেকড়ে আখ্যায়িত করতে পারো,
এখন ওটাই আমার খ্যাতি।
কিন্তু আমি শিশুকামী ছিলাম না
যদিও তোমরা একমত হবে সে ছিলো সুন্দরি।

এবং সেই শিকারি:
আমি ঘুমাচ্ছিলাম যখন সে আমার ঘন কালো পশম
খচাখচ কাঁচি মেরে কাটছিলো
আর আবর্জনা ও পাথরে ভরতি করে পুন অবয়ব দিচ্ছিলো আমাকে?
ঠিক যখন গল্পটা
শেষ হওয়া উচিত ছিলো,
ওই ওজন নিয়েও আমি দৌড়াচ্ছিলাম আর পড়ে যাচ্ছিলাম,
এমনভাবে যে শিশুরা হাসতো,
আমার পেটভরা
পাথরগুলোর শব্দে,
নিখুঁত সময়জ্ঞানের সাথে
ছিটকে বের হয়ে আসা আবর্জনাগুলোর দৃশ্যে।
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* আগা শহিদ আলি (৪ ফেব্রুয়ারি ১৯৪৯ - ৮ ডিসেম্বর ২০০১) : ভারতীয় বংশোদ্ভুত মার্কিন কবি ও শিক্ষক। ভারত-শাসিত জম্বু ও কাশ্মিরের শ্রীনগরে জন্ম; ৫২ বছর বয়সে, মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটসে মৃত্যুবরণ করেন। কবিতার জন্য ২০০১ সালে, মার্কিন দেশের জাতীয় গ্রন্থ পুরস্কার পেয়েছিলেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট বারটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ: ১. The Country Without a Post Office; ২. Rooms Are Never Finished; এবং ৩. The Rebel's Silhouette
.
*
#AghaShahidAliPoems
.
নোট: কবিতাটির ভেতর, একটি জনপ্রিয় ইউরোপিয়ান রূপকথার গল্প জড়িয়ে আছে। গল্পটির নাম: Little Red Riding Hood (1881) by Carl Larsson; আগ্রহিগণ, গল্পটি পড়ে দেখতে পারেন।
.

Saturday, September 9, 2017
Topic(s) of this poem: fable,life and death,social behaviour,wolf
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success