দূরদর্শনের সম্প্রচার ।। মায়া এঞ্জেলো Poem by Rahman Henry

দূরদর্শনের সম্প্রচার ।। মায়া এঞ্জেলো

Rating: 5.0


.
দূরদর্শনে সম্প্রচারিত সংবাদ-প্রতিবেদন
আধা-ব্যবহৃত একটা দিনকে
অপচয়ে বিষণ্ণ করে তুলছে।
এই বিপর্যয়কর ঘোষণাসমূহের পুরোভাগে যদি বিস্ময়কর কিছু
জুড়ে না-দেয়া হয় নিশ্চয় কিছুই বুঝা যাবে না, কঙ্কালসার
শিশুদের বিষাদচোখ মুখমণ্ডলগুলোকে
রক্ষা করুন,
ওদের অনাহারকে বিদ্রূপ করছে
ফেঁপে ফুলে ওঠা পেটগুলো।
কেন সর্বদাই
কৃষ্ণাঙ্গ ওরা?
কার অপেক্ষায় থাকে?
ভেড়ার মাংসের চপ
ঘ্রাণময় ধোঁয়া ছড়াচ্ছে আর
খাওয়াই হচ্ছে না। এমনকি
আমার থালায় কাচা মটরশুঁটির রোল
অমাখানো। দানাগুলোর নিষ্পাপ মুখভঙ্গিতে
ওই শিশুদের মুখমণ্ডলের
অসহায় আশার সাদৃশ্য ফুটছে।
কেন আশায় বুক বাঁধে
কালো শিশুরা? ওদের জন্য কে আনবে
মটরশুঁটি ড়আর ভেড়ার মাংসের চপ
এবং আরও একটা ভোর?
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* মায়া এঞ্জেলো [৪ এপ্রিল ১৯২৮ - ২৮ মে ২০১৪]: আফ্রো-আমেরিকান কবি, স্মৃতিকথা রচয়িতা এবং নাগরিক অধিকার আন্দোলনকর্মী। প্রকৃত নাম: মার্গারেট এনি জনসন। জন্ম মিসৌরির সেন্ট লুইসে। নর্থ ক্যালিফোর্নিয়ার উইনস্টন-সালেমে মৃত্যুবরণ করেন। কবি ও লেখক হবার আগে বিচিত্র পেশায় সম্পৃক্ত ‍ছিলেন (রন্ধনকর্মী, যৌনকর্মী, নাইট ক্লাবের নর্তকী, সাংবাদিক, নাটক ও চলচ্চিত্রাভিনয়, টিভি প্রযোজক প্রভৃতি) । কবিতা ও অন্যান্য রচনার জন্য, দেশে-বিদেশে ১২টির বেশি পুরস্কার পেয়েছেন এবং সম্মানসূচক ডিগ্রী পেয়েছেন ৫০টি। তাকে বলা হতো: ‘কৃষ্ণনারীদের পোয়েট লরিয়েট' আর তার কবিতাকে: ‘আফ্রিকান-আমেরিকানদের জাতীয় সংগীত'।
.
*
#MayaAngelouPoems
.

This is a translation of the poem Televised by Maya Angelou
Tuesday, October 27, 2020
Topic(s) of this poem: black african american,children,disappointment,distress,kindness,life,sympathy
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 27 October 2020

দানাগুলোর নিষ্পাপ মুখভঙ্গিতে ওই শিশুদের মুখমণ্ডলের অসহায় আশার সাদৃশ্য ফুটছে। কেন আশায় বুক বাঁধে কালো শিশুরা? ....পৃথিবীটা এমনি; যাদের জন্য মানবতার কথা লেখা হয় তারা পায়না কিছুই, হয়না তাদের ভাগ্য পরিবর্তন কোন কালে; যিনি লেখেন তিনি শ্রেষ্ঠ লেখক ভূষিত হয়ে কোটিপতিও হন! দূরদর্শনে যাদের সম্প্রচার করে মানবতার চোখে জল আনা হয় তাদের ভুখা মিছিলেই মরতে হয় আর যারা সম্প্রচার করে তারা সম্প্রচার উপাদান বিজ্ঞাপন দিয়েও কোটিপতি হয়ে যান। পৃথিবীবাসী এমনি /

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success