ভারতে জন্ম Poem by Madhabi Banerjee

ভারতে জন্ম

Rating: 5.0

ভারতেজন্ম : মাধবী বন্দ্যোপাধ্যায়

আমরা প্রথমে ভারতে আলো দেখেছি, ঈশ্বরের আশির্বাদ ধন্য দেশ
আমরা ভারতের হৃদয়ের স্পন্দন ভারতের মজ্জা ভারতের রক্ত
আমরা ভারতবাসীরা বিশ্বের সাথে মোকাবিলা করি বড়াই করি
যে আমরা ভারতে জন্মেছি, ত্রিরঙ্গা পতাকার তলায়।

আমাদের মধ্যে কারোর শরীরে আছে রাজার রক্ত, কেউ অভিজাত বংশোদ্ভব
কিছু আছে ভবঘুরে অথবা কেউ অসাধু, কেউ নামের অযোগ্য, অপদার্থ
কিন্তু সকলের একটাইবিশ্বাসগর্ব যে আমারাভারতে জন্মেছি
ভারতবাসী, ত্রিরঙ্গা পতাকার তলায়

আমাদের এখনো ধনী হতে হবে, আমাদেরএখন নামী হতে হবে
আমাদের খনিতে সোনা আছে গর্ব আছে আমাদের স্বচ্ছ ভারতের নামে
আর প্রতিটি ভারতবাসীই ধনী যদি সে গর্ব করতে পারে
যে সে ভারতে জন্মেছে, ত্রিরঙ্গা পতাকার তলায়।

কোনো পদবি নয় কোনো শিরস্ত্রান নয়
যেটা আমরা ধারন করতে পারি যে সে এক ভারতের মানুষ বলে।
আমরা জানি যে কোনো মানুষ গর্বিত হয় না যে নিজেকে ভাবে না ভারতীয়।
কারণ সে জন্ম গ্রহন করেছে ভারতে, ত্রিরঙ্গা পতাকার তলায়।

পাকিস্তানিদের পাকিস্তান আছে আফগানদের আফগানিস্তানআছে
ডাচেদের হল্যান্ড আছে ব্রিটিশদের ইল্যান্ড আছে
কিন্তু এমন একজনেরও সাহস হবে না যে হাত তুলে বড়াই করে
বলে যে আমি ভারতে জন্মেছি ত্রিরঙ্গা পতাকার তলায়।

Friday, September 21, 2018
Topic(s) of this poem: nation
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 22 September 2018

This patriotic poem has a fantastic beginning that attracts me much. I cite.... আমরা প্রথমে ভারতে আলো দেখেছি, ঈশ্বরের আশির্বাদ ধন্য দেশ আমরা ভারতের হৃদয়ের স্পন্দন ভারতের মজ্জা ভারতের রক্ত আমরা ভারতবাসীরা বিশ্বের সাথে মোকাবিলা করি বড়াই করি যে আমরা ভারতে জন্মেছি, ত্রিরঙ্গা পতাকার তলায়। A beautiful poem on nation nicely executed. Thanks for sharing.10

0 0 Reply
Madhabi Banerjee 22 September 2018

THANKS FOR YOUR VALUABLE COMMENTS

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success