মন বনাম হৃৎ ।। রিনি Poem by Rahman Henry

মন বনাম হৃৎ ।। রিনি

Rating: 5.0

মন বনাম হৃৎ ।। রিনি

.
বিভ্রান্ত, সত্যি বিভ্রান্ত আমি
আমার মন বলে সত্যের জন্য লড়ো
আর হৃৎপিণ্ড বলে ঐকতানে বাঁচো
মন প্রাচির তোলে, বেঁধে দেয় সীমানা
হৃৎ বলে, ভালোবাসো শর্তহীন
কার কথা শুনবো, মনের না হৃদের?
আবেগ কোথা থেকে আসে?
যদি মন থেকেই আসে
তবে আমার হৃৎ কেন চিনচিন করে, উদ্বেলিত হয় প্রেমে
শুরুর বিদ্যুচ্চুম্বকীয় তরঙ্গ কি
সূচিত হয় নি হৃৎপিণ্ড থেকে
মাতৃগর্ভে কি প্রথমেই স্পন্দিত হয় নি হৃৎপিণ্ড
যখন গঠিত হয় নি মস্তিষ্ক, তখন কি হৃৎপিণ্ডই পালন করে নি মনের ভূমিকা
আমার মন যে প্রায়শই হৃৎপিণ্ডকে মেনে চলে, এটাই সেই কারণ
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* রিনি শিবু (১৫ জুলাই ১৯৭৮ -) : ভারতীয় কবি। জন্ম কেরালা রাজ্যের নিলাম্বর মিউনিসিপ্যালিটিতে। বর্তমানে মধ্যপ্রাচ্যের কুয়েত সিটিতে বসবাস করছেন।
.
*
#RiniShibuPoems
.

This is a translation of the poem Heart Vs Mind by Rini Shibu
Thursday, September 28, 2017
Topic(s) of this poem: decision,emotions,harmony,heart,mind
COMMENTS OF THE POEM
Rini Shibu 28 September 2017

Thank you so much Henry for translating this poem..Great effort

0 0 Reply
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success