দূরদর্শিতা ।। অস্কার ওয়াইল্ড Poem by Rahman Henry

দূরদর্শিতা ।। অস্কার ওয়াইল্ড

Rating: 5.0

দূরদর্শিতা ।। অস্কার ওয়াইল্ড

.
মুকুটশোভিত দুই রাজা, এবং একজন যে একা দণ্ডায়মান
তার মাথা ঘিরে সবুজ লরেলখচিত মুকুটমাল্যভার নেই,
বরং বিষণ্নচোখ, অস্বস্তিতে পড়া একজন মনে হচ্ছে,
এবং মানুষের কখনও না-ফুরানো আর্তনাদে ক্লান্ত
কেননা মিনমিনে স্বভাব পাপের প্রায়শ্চিত্য করতে পারে না
এবং তার মিষ্টি ঠোঁটদুটো চুম্বনে আর অশ্রুতে পুষ্ট।
কালো ও লাল পোশাকে আবৃত সে,
এবং তার পদতলে আমি দেখলাম একটা ভাঙ্গা পাথর
যেখান থেকে, ঘুঘুর মত, লিলিফুলগুলো উর্ধগামি তার হাঁটুর দিকে।
ওদের দিকে দৃষ্টি পড়তেই, অগ্নিশিখা জ্বলে উঠলো আমার হৃৎপিণ্ডে,
বিয়েত্রিচের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলাম, ‘‘কারা এরা? ''
এবং বিয়েত্রিচ প্রত্যেকের নাম ভালো মতই জানতো, জবাব দিলো,
‌‌‌‘‘এস্কোলাস প্রথমজন, দ্বিতীয়জন সফোক্লেস,
অার শেষজন (প্রশস্ত অশ্রুনদী!) ইউরিপিদিস! ''
.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* অস্কার ওয়াইল্ড (১৬ অক্টোবর ১৮৫৪ - ৩০ নভেম্বর ১৯০০) : আইরিশ নাট্যকার, কথাসাহিত্যিক, গদ্যকার ও কবি।

.

*
#OscarWildePoems
.
[ ১. এস্কোলাস (Aeschylus): ২. সফোক্লেস (Sophokles): এবং ৩. ইউরিপিদিস (Euripides) :
এরা তিনজনই প্রাচীন গ্রীসের বিখ্যাত তিন ট্রাজেডিয়ান। প্রথমজনকে ট্রাজেডির জনক বলা হয়; ]
.

This is a translation of the poem A Vision by Oscar Wilde
Monday, October 16, 2017
Topic(s) of this poem: vision,visionary
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success