একটা হ্রদ আর এক ময়ূরপঙ্ক্ষি নাও ।। থমাস হুড Poem by Rahman Henry

একটা হ্রদ আর এক ময়ূরপঙ্ক্ষি নাও ।। থমাস হুড

Rating: 5.0

একটা হ্রদ আর এক ময়ূরপঙ্ক্ষি নাও ।। থমাস হুড

.
একটা হ্রদ আর এক ময়ূরপঙ্ক্ষি নাও
পাল উড়িয়ে ছুটে যেতে অমল জ্যোৎস্নায়, —
আর ফুল্লহৃদয়ে ভেসে থাকবো আমরাও
ওই ড্রাগনদের থেকে দূরে, এখানে যারা দেখছে তোমায় আমায়!

তোমার গাউন হওয়া চাই তুষারধবল রেশমের
আর সুতায় গাঁথা প্রাচ্যীয় মুক্তা থাকবে ঝুলে,
যেন দুধে চুবানো জাল মাকড়সাদের,
খোঁপা থাকা চাই তোমার বায়সকালো চুলে।

লাল রুবী হওয়া চাই তোমার হাতদুটোর পাটাতন
আর তোমার সম্পদ হতে হবে হীরা—
কিন্তু বৈঠা ভেঙে ফেলেছে পরীরা,
আর ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে বাসনাক্লান্ত মন।

.

.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.

* থমাস হুড (২৩ মে ১৭৯৯ - ৩ মে ১৮৪৫) : ইংরেজ কবি, কথাসাহিত্যিক ও রম্যলেখক।
.
*
#ThomasHoodPoems
.

This is a translation of the poem A Lake And A Fairy Boat by Thomas Hood
Monday, October 16, 2017
Topic(s) of this poem: love and dreams
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success