আধ্যাত্মিকতা কাছেই আছে দূর গ্রহে নহে Poem by Rhymer Rhymer

আধ্যাত্মিকতা কাছেই আছে দূর গ্রহে নহে

আধ্যাত্মিকতা শব্দটা শুনে অনেকেই ভাবে
অনেকে ভারী বোঝা মনে করে
অনকে দূর কোন গ্রহের কিছু অর্জন ভাবে
মানব জীবন মানেই আধ্যাত্মিকতা
মানব জীবন মূল্যায়ন হয় এ সাধনায়
মানুষকেই তা অর্জন করতে হয়
পশুর কোন আধ্যাত্মিকতা নেই
তুমি যদি পশুর স্তরে থাকতে চাও সেটা ভিন্ন কথা
যদি মানবিক স্তরে থাকতে চাও তবে আধ্যাত্মিকতার সাগরে অবগাহন করতেই হবে
মানুষ হল মান আর হুঁশ
আধ্যাত্মিক হওয়া মানে অলৌকিক জগতে উত্তরণ নয়
এর মাঝেই আছে মাটির পৃথিবী
আছে এ প্রারথিব জীবন
তোমার ইন্দ্রিও যেমন আছে
তেমনি আছে তোমার আত্মা
ইন্দ্রিও ছাড়া আত্মার সাধনা কিভাবে হবে?
ইন্দ্রিও কে নিয়ন্ত্রন করেই আধ্যাত্মিকতার আলোতে আলোকিত মানুষ
শারিয়া কে তাছাউফের নরম আলোতে উদ্ভাসিত হতে হবে
তবেই না সে হবে মানবিক
তা না হলে হবে মানবধর্ম বর্জিত যান্ত্রিকতা
এই জন্যই ধর্ম নিয়ে বাড়াবাড়ির নিষেদ আছে...

Friday, December 14, 2018
Topic(s) of this poem: spiritual,spirituality
COMMENTS OF THE POEM
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success