এপার-ওপার Poem by DIN BADAL

এপার-ওপার

এভাবে আরও একটা দিন কেটে গেল
স্তদ্ধ সবকিছু, আকাশটাও থমথমে
ভোরের লাল সূর্যটাকে আজ বড্ড
প্রাণঘাতী মনে হচ্ছে, ঠিক যেমন
প্রবল তাণ্ডবে নীল সমুদ্রকে লাগে।

চিরঘুম আজ কেড়ে নিয়েছে জীবনের সন্ত্রাস
থমকে গেছে সভ্যতার ইঁদুর-দৌড়ের রথটাও
শয়ে শয়ে লাশ, আজ সাদা চাদর গায়ে,
নৃত্য করছে কবরের মঞ্চে
কিংবা শ্মশানের ওই লাল গহ্বরে।

এপার-ওপারের দূরত্বের ব্যবধানটা ঘুচে গেছে আজ
কালের গতি ছিঁড়ে দিয়েছে
রাম-রহিম-যিশুর সুসজ্জিত ধ্বজাগুলো
সবার অলক্ষ্যে থেকে সে হাসছে
কেবলই সে হাসছে-
এভাবে আরও একটা দিন কেটে গেল।

Sunday, April 19, 2020
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
RAJAT GHOSH 19 April 2020

দারুন...বাস্তবতার বহিঃপ্রকাশ। সত্যিই এপার ওপারের ব্যবধান সংকীর্ণ থেকে সংকীর্ণতর হচ্ছে।

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
DIN BADAL

DIN BADAL

Tarakeswar
Close
Error Success