স্বেচ্ছা অবসর Poem by DIN BADAL

স্বেচ্ছা অবসর

আবার হয়তো কখনো দেখা হবে এ পথের বাঁকেই
নতুন রূপে অন্য সাজে সেজে ওঠা নতুন তুই,
শুরু হবে সৌজন্য মাখা আলাপচারিতা।
এক নিমেষেই মনটা ফিরতে চাইবে
সেই অগোছালো অতীতের গহ্বরে,
মাথাটা তখন টুক করে বলে উঠবে -
ওসব হিসেবের গরমিল আজ চুকে গেছে।
স্বেচ্ছা অবসরের ডাকে আজ ছুটি নিয়েছে,
সিলিং ছুঁয়ে থাকা মুখচোরা কথারাও;
নষ্ট হতে থাকা সময়ও মেতে উঠতে চাইছে
আগামীর ব্যস্ত স্বপ্নের মোড়কে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
DIN BADAL

DIN BADAL

Tarakeswar
Close
Error Success