DIN BADAL Poems

Hit Title Date Added
1.
রিং টোনে তুমি

স্বপ্ন দেখে আজ ও দুনয়ন‌,
তোমাকে পাওয়ার স্বপ্ন,
হয়তো বা তোমাতে হারানোর স্বপ্ন
তবু তুমি সেই ছুটে চলেছো
...

2.
অনন্তের দোরগোড়ায়

ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ে,
থমকে দাঁড়ায় সীমাহীন সময়,
রাতের আকাশ বাড়িয়ে দেয় হাত,
ধ্রুব সত্য টা নীল আলোয় ঝাপসা হয়ে আসে-
...

3.
এপার-ওপার

এভাবে আরও একটা দিন কেটে গেল
স্তদ্ধ সবকিছু, আকাশটাও থমথমে
ভোরের লাল সূর্যটাকে আজ বড্ড
প্রাণঘাতী মনে হচ্ছে, ঠিক যেমন
...

4.
মুঠোফোনের দৌরাত্ম্য

হাতে মুঠোফোন আর দুরন্ত সময়
ক্লান্তিকর জীবন, নেই অবসরের অপচয়।
সকাল বিকেল ঝাঁপিয়ে পড়া,
শোষণের জাঁতাকলে পিষে মরা।
...

5.
স্বেচ্ছা অবসর

আবার হয়তো কখনো দেখা হবে এ পথের বাঁকেই
নতুন রূপে অন্য সাজে সেজে ওঠা নতুন তুই,
শুরু হবে সৌজন্য মাখা আলাপচারিতা।
এক নিমেষেই মনটা ফিরতে চাইবে
...

6.
রাফপেজ

তোর আর আমার সম্পর্কটা এখন
ছেঁড়া রাফপেজের মত,
বড্ড কাটাকুটি, বড্ড কালির চোরাবালি।
আজকাল ল্যাবরুমটাকে আর দরকার পড়ে না;
...

7.
অনিয়ন্ত্রিত

কিছু তিক্ত-মধুর মন ভোলানো কথোপকথন,
কিছু বুকে জমে থাকা অসম্মান,
কিছু জমাটবাঁধা অপমান,
আর কষ্ট করে বাঁচিয়ে রাখা একটু আত্মসম্মান
...

8.
ব্যাকস্পেসের গল্প

নিঃশব্দে খোঁজটা আজও চলছে
ঠিক যেমন রাতের আকাশ তারা খোঁজে।
বড্ড ইচ্ছে করে ফিরতে -
সেই মনরাঙানো বিকেলের অবেলা আলোতে,
...

Close
Error Success