মুঠোফোনের দৌরাত্ম্য Poem by DIN BADAL

মুঠোফোনের দৌরাত্ম্য

হাতে মুঠোফোন আর দুরন্ত সময়
ক্লান্তিকর জীবন, নেই অবসরের অপচয়।
সকাল বিকেল ঝাঁপিয়ে পড়া,
শোষণের জাঁতাকলে পিষে মরা।
ফেসবুক ভরে ফেক বন্ধুত্বে,
সংসার গড়ে ওঠে সন্দেহের গাঢ়ত্বে।
নীল আলোয় ঝাপসা মাঝরাত,
হোয়াটসঅ্যাপের ম্যাসেজ দেয় সোহাগের স্বাদ।
অজানা দূরত্ব আজ চেনা দুজনের মাঝে,
নীরবতার সুরগুলো বড্ড কানে বাজে।

Monday, April 20, 2020
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
DIN BADAL

DIN BADAL

Tarakeswar
Close
Error Success