রাফপেজ Poem by DIN BADAL

রাফপেজ

তোর আর আমার সম্পর্কটা এখন
ছেঁড়া রাফপেজের মত,
বড্ড কাটাকুটি, বড্ড কালির চোরাবালি।
আজকাল ল্যাবরুমটাকে আর দরকার পড়ে না;
বিক্রিয়া শুরু হয়ে যায় কুমেরুর প্রান্তরেই,
পাতার পর পাতা,
প্রিয়জনের পর প্রিয়জন,
স্পাইরাল বাইন্ডিং এ সবাই আজ তোর সাথে বাঁধা।
অঙ্ক তুই কষেই চলেছিস,
ক্যালকুলেটারের ঠকঠকানিতে ও
হিসেব আজও মেলেনি।
তাই আবার ফিরতে হয় সেই রাফপেজেই,
সেই কাটাকুটির খেলাতেই।

Thursday, April 23, 2020
Topic(s) of this poem: love and loss
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
DIN BADAL

DIN BADAL

Tarakeswar
Close
Error Success