দীপ্ত অরুণ Poem by Imran Islam

দীপ্ত অরুণ

আমরা তরুণ দীপ্ত অরুণ
শান্ত-সিদ্ধ প্রভাতে
রাত্রি হবে ক্ষয়, জয় হবে দুর্জয়
মোদের দেয়া আঘাতে।


ঈশ্বর করে বিশ্বাস- তরুণ
অন্যরা ভয় পায়
বিধাতার কাছে বড়ই প্রিয়
তরুণের সঞ্চয়।


মানুষ স্বাধীন শ্রেষ্ঠ জাতি
তারুণ্যে সে পরিচয়
শিশু কিংবা প্রবীণ করেনা-
স্বাধীনতা সঞ্চয়।


শিশুর স্বপ্নে- তারুণ্য
বৃদ্ধার আফসোস
তরুণীর মরু তৃষাজল
মায়ের কাছে সন্তোষ।


শত্রুর কাছে আতঙ্ক ওরে-
বন্ধুর বিশাল বুক
বিশ্ব ভরসা তরুণ মোরা-
দুখের কাছে সুখ।


রাত্রির কাছে পূর্বাকাশ মোরা
মেঘের কোলে রোদ
স্রষ্টার কাছে আকাঙ্ক্ষার সৃষ্টি
হতভাগার প্রমোদ।

This is a translation of the poem We're The Bright Sun by Imran Islam
Monday, April 20, 2020
Topic(s) of this poem: youth
POET'S NOTES ABOUT THE POEM
ইমরান ইসলাম
COMMENTS OF THE POEM
Close
Error Success