মরমী অধিকার Poem by Soumen Chattopadhyay

মরমী অধিকার

Rating: 5.0

পিছোতে পিছোতে খাদের কিনারে
এখান থেকে পড়ে গেলে,
টাপুর টুপুর শব্দ শোনা যায় না ।

পড়ে গেলে -
মরমী অধিকার
নিজেকে পোডাই ।

বসন্ত শেষে শুকনো পলাশ
অনিচ্ছাতে মাড়াই -
নিত্যদিন,
পলাশ নন্দিত এই মাঠে ।

তারপর অম্লান বদনে -
অরণ্য মাধুরী জ্বলে আর পৃথিবী জ্বালায়
বিচিত্র এই শারীরিক ডানায় ।

মরমী অধিকার
Tuesday, January 9, 2018
Topic(s) of this poem: sad
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 15 October 2020

তারপর অম্লান বদনে - অরণ্য মাধুরী জ্বলে আর পৃথিবী জ্বালায় বিচিত্র এই শারীরিক ডানায় ।... অসাধারণ লিখেছেন; পাঠে প্রীত হলাম

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success