কবিতার নতুন হ্যান্ডবুক ।। মার্ক স্ট্র্যান্ড Poem by Rahman Henry

কবিতার নতুন হ্যান্ডবুক ।। মার্ক স্ট্র্যান্ড

Rating: 5.0


কোন লোক যদি কবিতা বুঝতে শুরু করে,
অসংখ্য যাতনায় জড়িয়ে পড়বে।

২.
কেউ যদি একটা কবিতার সাথে বসবাস করে,
নিঃসঙ্গাবস্থায় মৃত্যুবরণ করবে।

৩.
কেউ যদি দুটো কবিতার সাথে বাস করে,
কোনও একটা কবিতার আস্থা হারাবে।

৪.
কোনও লোক যদি একটা কবিতা গর্ভে ধারণ করে,
একটা সন্তান কম হবে তার।

৫.
কেউ যদি দুটো কবিতা গর্ভে ধরে,
দুটো সন্তান কম হবে।

৬.
লেখার সময় কেউ যদি মুকুট পরে মাথায়,
সে ধরা খাবে।

৭.
মুকুট না-পরেই যদি কেউ লিখতে থাকে,
অন্যকে নয় নিজেকেই ঠকাবে।

৮.
কেউ যদি কবিতার ওপর গোস্বা করে,
পুরুষদের কাছে ঘৃণিত হবে।

৯.
কেউ যদি কবিতার ওপর গোস্বা অব্যহত রাখে,
নারীদের কাছে ঘৃণিত হবে।

১০.
কেউ যদি জনসমক্ষে কবিতার বিরুদ্ধাচার করে,
তার জুতা প্রস্রাবে ভরে যাবে।

১১.
যদি কোনও লোক ক্ষমতার জন্য কবিতা ছাড়ে,
অসীম ক্ষমতাধর হবে।

১২.
যদি কেউ নিজের কবিতার অতিশংসায় গর্বিত হয়,
মূর্খদের ভালোবাসা পাবে।

১৩.
যদি কেউ নিজের কবিতায় গর্বিত হয় আর ভালোবাসে মূর্খদের,
সে আর লিখতে পারবে না।

১৪.
কেউ যদি তার কবিতার জন্য সবার মনোযোগ দাবী করে,
চন্দ্রালোকে তাকে মর্দা-গাধা মনে হবে।

১৫.
কেউ যদি কবিতা লেখে আর প্রশংসা করে অন্যের কবিতার,
সে খুব রূপসী রক্ষিতা পাবে।

১৬.
কেউ যদি কবিতা লেখে আর অতিশংসা করে অন্যের কবিতার,
সে তার রূপসী রক্ষিতাকে তাড়িয়ে দেবে।

১৭.
অন্যের কবিতাকে যদি কেউ নিজের দাবী করে,
তার কলিজা দ্বিগুণ আকৃতি পাবে।

১৮.
কেউ যদি তার কবিতাগুলোকে নিরাভরণ হতে দেয়,
সে মৃত্যুকে ভয় পাবে।

১৯.
কোনও লোক যদি মৃত্যু ভয়ে ভীত হয়,
কবিতাগুলো তাকে সুরক্ষা দেবে।

২০.
কেউ যদি মৃত্যুকে ভয় না পায়,
কবিতাগুলো তাকে বাঁচাতেও পারে, না-ও পারে।

২১.
যদি কেউ একটা কবিতা রচনা শেষ করে,
নিজের আবেগ থেকে জেগে উঠে স্নান করবে শূন্যতায়
আর শাদা কাগজের চুম্বন পাবে।
.
[সমাপ্ত]

* মার্ক স্ট্র্যান্ড(১৯৩৪- ২০১৪) :
কানাডায় জন্ম নেয়া আমেরিকান কবি, গদ্যকার ও অনুবাদক।
.

August 5,2016 · Dhaka ·

This is a translation of the poem The New Poetry Handbook by Mark Strand
Tuesday, January 23, 2018
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success